নিজস্ব প্রতিবেদক: সখীপুরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও সাধারণ হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীদের সংগঠন “আমরা প্রবাসী নবাবজাদা ফাউন্ডেশন” -এর অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রবাসীদের পাঠানো তালিকা অনুযায়ী স্থানীয় যুবকরা কর্মহীনদের ঘরে ঘরে আর্থিক সহযোগিতা পৌঁছে দিচ্ছে। গত ২৭ এপ্রিল সোমবার থেকে উপজেলার প্রতিমা বংকী গ্রামের শ্রমজীবীদের মাঝে নগদ অর্থ বিতরণ শুরু হয়। স্থানীয় ব্যবসায়ী বাহাদুর ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সানি ও ব্যবসায়ী হাসিবুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা তহবিল সংগ্রহ করে নিজ নিজ এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবকদের হাতে পৌঁছে দিচ্ছেন। পরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কর্মহীনদের বাড়ি বাড়ি এসব আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে “আমরা প্রবাসী নবাবজাদা ফাউন্ডেশন” -এর নিয়ম অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা গ্রহণকারীর কোনো ছবি পোস্ট করা হচ্ছেনা।
এ বিষয়ে সংগঠনের ফাউন্ডার সদস্য দক্ষিণ কোরিয়া প্রবাসী রুবেল মাহমুদ ও সৌদি আরব প্রবাসী আবু রায়হান জানান, বিশ্বব্যাপী করোনা মহামারির সংকটে প্রবাসীরাও কর্মহীন হয়ে আর্থিক সমস্যায় রয়েছে। তারপরও দেশের জন্য, দেশের মানুষের জন্য মন কাঁদে। তাই নিজেদের সামর্থ অনুযায়ী সকল প্রবাসীদের নিজ নিজ এলাকার অসহায় হয়ে পড়া কর্মহীন শ্রমজীবীদের পাশে দাড়ানোর আহ্বান জানান তারা।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও সংগঠনের সিনিয়র ফাউন্ডার সদস্য এম. সালমান কবির জানান, করোনাভাইরাসের কারণে প্রায় তিনমাস ধরে অনেক প্রবাসীর বেতন নেই, প্রবাসে যারা ছোট ব্যবসা পরিচালনা করেন তাদের দোকানপাটও বন্ধ রয়েছে। মারা গেলে লাশটা দেশেও যাবে না -এ রকম মানসিক চাপ নিয়েই প্রবাসীরা কঠিন সময় অতিবাহিত করছে। তারপরও সবার উপরে নিজের দেশ ও দেশের মানুষের কথা মনে পড়ে। তিনিও সকল প্রবাসীদের সামর্থ অনুযায়ী নিজ নিজ এলাকার অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানান।
–এসবি/ডেস্ক