নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের চাঁদের হাটে নান্দনিক ক্যাম্পাস সম্বলিত “আমাদের কলেজ” নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির শুভ সূচনা ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলামকে সম্মানিত করে “ভিপি জোয়াহের” নামে একটি মিলনায়তন উদ্বোধন করা হয়।

রবিবার দুপুরে উপজেলার কীত্তনখোলার চাঁদের হাট এলাকায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নতুন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
ওই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রিন্সিপাল আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বি.কে কলেজের অধ্যক্ষ এম এ রৌফ ও ওই কলেজের অধ্যক্ষ মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।