নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নতুন করে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরা হলেন বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম (৫০), সোনালী ব্যাংক সখীপুর শাখায় নিরাপত্তা কাজে কর্মরত আনসার সদস্য মাহমুদুল হাসান (৪৫) এবং কাজী শহিদ (৩৫)। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সখীপুরে ২২ জন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে দুজন করোনার উপস্বর্গ নিয়ে মৃত্যুবরন করলে পরে তাদের করোনা পজেটিভ আসে। বাকী ১৬জন সুস্থ্য হয়েছেন।


