নিজস্ব প্রতিবেদক: বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোখতার ফোয়ারা চত্বরে সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার সমাবেশে সভাপতিত্ব করেন।

অন্যানের মধ্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, সহ-সভাপতি একেএম আতিকুর রহমান আতোয়ার, সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, যুগ্মসাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক কেবিএম রুহুল আমিন, রনি আহমেদ, চেয়ারম্যান আসিফ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা জাকির হোসেন রাজু প্রমুখ বক্তব্য দেন। এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, প্রফেসর আলীম মাহমুদ,আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শামীম,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, চেয়ারম্যান দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।