20 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে আ.লীগ নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে মামলা

সখীপুরসখীপুরে আ.লীগ নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে টেন্ডার ছিনতাইয়ের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নারী ইউপি সদস্যের হাত থেকে টেন্ডার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের নেতা ও তার ছেলে ওই ইউপি সদস্যর হাত থেকে জোরপূর্বক টেন্ডার ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ওই ইউপি সদস্য বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলার বাদী রেনু আক্তার উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডের নির্বাচিত সদস্য। মামলার আসামিরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম ওরফে নবু (৫০) তাঁর ছেলে লিংকন মিয়া (২৫)।

জানা যায়, উপজেলার বহেড়াতৈল বাজার খেয়াঘাটের এক বছরের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে গত ২১ জুন দরপত্র আহ্বান করা হয়। সিডিউল কেনার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় ২৮ জুন। ৫০০টাকা করে জমা দিয়ে ১০ জনে সিডিউল কেনেন। মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত টেন্ডার জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম ওরফে নবু প্রথম সিডিউল জমা দেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে নারী ইউপি সদস্য রেনু বেগম টেন্ডার জমা দেওয়ার জন্য ইউএনও কার্যালয়ের সামনে এলে আসামিরা তাঁর হাতে থাকা দরপত্র ছিনিয়ে নেন। এ সময় রেনু বেগম কান্নাকাটি করে ইউএনওকে বিষয়টি ফোনে জানান।

রেনু বেগম বলেন, ওই নেতা ও তাঁর ছেলে আমার হাত থেকে জোরপূর্বক টেন্ডার ও সংশ্লিষ্ট কাগজপত্র কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আমি ওই দুইজনকে আসামি করে থানায় মামলা করেছি।
এ ঘটনায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নবু বলেন, অভিযোগ অস্বীকার করে বলেন আমি ঘটনাস্থলে ছিলাম না আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, ওই নারী ইউপি সদস্য দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। রাতেই মামলাটি রের্কড় হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, এ বিষয়ে ওই নারী বাদী হয়ে সখীপুর থানায় অভিযোগ করেছেন। খেয়াঘাটের ইজারার দরপত্র আপাতত স্থগিত করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles