নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সজিবের ব্যক্তিগত তহবিল থেকে ৩নং ওয়ার্ডের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে ভুয়াইদ (বামনচালা) এলাকায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে এ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিজনকে ৮ কেজি চাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, আধা কেজি ডাল, ১টি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। বিতরণকালে তাঁর মা রোকেয়া বেগম, উপজেলা যুবলীগের সদস্য তানভীর আহমেদ সবুজ, ব্যবসায়ী হেলাল হোসেন, শ্যামল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

।
এ বিষয়ে বিল্লাল হোসেন সজিব বলেন, (বাসাইল সখীপুর) আসনের প্রয়াত সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের আদর্শকে লালন এবং ধারণ করে রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের অনুপ্রেরণায় দেশের এ মহামারীতে অসহায়দের পাশে থাকতে চেষ্টা করেছি।

