নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল
ইসলাম। ইউএনও ফারজানা আলমের সভাপেিত্ব আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের
চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রিন্সিপাল আলীম মাহমুদ, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ, প্রেস ক্লাব সভাপতি শাকিল আনোয়ার, ইসলামী ফাউন্ডেশন সখীপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রমুখ বক্তব্য দেন।
