নিজস্ব প্রতিবেদক: বুধবার সকালে শহীদ জুলাই দিবস পালন উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও ২৪ রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা। উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু,উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি অধ্যাপক আল আমিন, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এমএ রৌফ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,এনসিপির আহ্বায়ক ফরিদ শিকদার জিয়া, গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবদুর রহিম, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী নদী এবং সমন্বয়ক সৈয়দ সবুজ। অন্যদিকে সূর্য তরুণ শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের মধ্যে ২৪ রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
