নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধু একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের গৃহবধূ সুমনা (২৪) ছয় সন্তানের জন্ম দেন। জন্মের একঘণ্টার মধ্যেই ওই ছয় শিশু মারা যায়। সুমনা ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী। শিশুদের মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে।

প্রবাসী ফরহাদের মামা উপজেলার উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৪) প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গৃহবধূ সুমনার পারিবারিক সূত্রে জানা যায়, আজ ঈদের দিন সকালে সুমনা হঠাৎ পেটে ব্যাথা অনুভব করলে বাড়িতে একটি সন্তানের জন্ম হয়। পরে তাঁকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সুমনার অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমুদিনী হাসপাতালে সুমনা নরমাল ডেলিভারিতে ৪টি ছেলে ও ২টি মেয়ে প্রসব করেন। পরে একে ছয়টি সন্তানই মারা যায়।
এ বিষয়ে বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দম্পতি আগে কোন সন্তানাদি নেই। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।