নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বহুশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রবিন শিক্ষাবিদ ‘এম.এ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. রফিকুল ইসলাম রফিককে সংবর্ধনা দিয়েছেন ফাউন্ডেশনের ট্রাস্টবোর্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাজ্জাদ হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এম.এ রাজ্জাকের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ফাউন্ডেশনের সভাপতি ও লন্ডন প্রবাসী মো. রফিকুল ইসলাম রফিক, ট্রাস্টবোর্ডের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, সদস্য সচিব এম.এ আওয়াল, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, এম.এ রাজ্জাকের সহধর্মিণী হাসিনা রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এ ফাউন্ডেশন ২০২০ সাল থেকে সমাজ সচেতনতামূলক নানাবিধ কর্মকান্ড এবং এলাকার বেকার ও অসহায় মানুষকে সহয়তা করে আসছে।
ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক বলেন, মানবকল্যানে কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত এম.এ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনটি আরও গতিশীল করতে সর্বত্র কাজ করে যাবো। সংবর্ধনা দেওয়ায় এ সংগঠনের প্রতি আমার আরও দায়িত্ববোধ বেড়ে গেলো।
