সখীপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

0
132

নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিয়া জান্নাত, ডা: রফিকুল ইসলাম মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) প্রমূখ বক্তব্য দেন।আগামী ৯ ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। সভায় মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন সাধন, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত রোধ এবং জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন এর উপরে গুরুত্ব আরোপ করা হয়।