21 C
Dhaka
Sunday, November 23, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

সখীপুরসখীপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
নিজস্ব প্র‌তি‌বেদকঃ সখীপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা চারটায় উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী বাজারসংলগ্ন পাথারিয়া বাইদ এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইছাদিঘী গ্রামবাসীর উদ্যোগে ও স্থানীয় তরুণ নাট্য সংঘের সহযোগীতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছয়টি দলে ৩২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতা দেখতে টাঙ্গাইলের সখীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ আশপাশের উপজেলার প্রায় ৩০ হাজার দর্শনার্থী সমবেত হয়। দাপট ঘোড়দৌড়ে ১ নম্বর দলে প্রথম সখীপুর উপজেলার আবুল হোসেন হোসেন দ্বিতীয় একই উপজেলার তানজিলা, তৃতীয়  ঢাকা বারিধারার শফিকুল ইসলাম।
 ২ নম্বর দলে প্রথম হয়েছেন সখীপুরের আবুল হোসেন, দ্বিতীয় কালিয়াকৈর উপজেলার কাউসার, তৃতীয় ঘাটাইল উপজেলার রবিউল। ৩ নম্বর দলে প্রথম সখীপুর উপজেলার আল আমিন  দ্বিতীয় ঘাটাইল উপজেলার রবিউল, তৃতীয় কালিয়াকুর উপজেলার বিজয় বাবু। কদম ঘোড়দৌড়ে ১ নম্বর দলে প্রথম গাজীপুরের আজহার আলী,  দ্বিতীয় একই জেলার জাবেদ আলী ও তৃতীয় শ্রীপুর উপজেলার কায়েশ মোল্লা। ২ নম্বর দলে প্রথম গাজীপুরের শ্রীপুরের আজাহার আলী,  দ্বিতীয় জয়দেবপুরে আ.গফুর, তৃতীয়  হোসেন আলী এবং ৩ নম্বর দলে প্রথম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিজয় বাবু, দ্বিতীয় মধুপুরের জসিম ও তৃতীয় রসুলপুরের মোনতাজ আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  এম এ হাকিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিল্পপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ।এ সময় আরো উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, টাঙ্গাইল-৮ ( বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা প্রমুখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles