নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৫৫ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন, মৃত্যু হয়েছে ১ জনের এবং চিকিৎসাধীন রয়েছে ৩২ জন। টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান জানান, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির(৩৫), কীর্ত্তনখোলা গ্রামের আবদুল মালেক(৬০), শোলাপ্রতিমা গ্রামের খলিলুর রহমান(৫৭) ও তাঁর মেয়ে কান্তা(২২),জেলখানা মোড়ের ফিরোজা আক্তার(৫০) এবং তাঁর এক বছর বয়সের নাতি রাফির দেহে করোনা শনাক্ত হয়েছে।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, করোনা উপসর্গ থাকায় গত শনিবার তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে সোমবার সকালের রিপোর্টে ওই ছয় ব্যক্তির করোনা পজেটিভ আসে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


