নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে কবি ইমরুল কায়েসের “মগ্ন চৈতণ্যের ব্যবচ্ছেদ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বুধবার রাত ৮ টায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক শাকিল আনোয়ারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নাট্যজন আলী হাসান, অধ্যাপক আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী এম এ হাশেম,
প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুল মালেক খান, বিএনপি নেতা কবির হাসান, মোস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।
এ সময় বইটির লেখক কবি ইমরুল কায়েস বলেন, দীর্ঘদিন ধরে আমি লেখালেখির সঙ্গে জড়িত। আমার বেশকিছু গদ্য ও কবিতা রয়েছে, তবে “মগ্ন চৈতণ্যের ব্যবচ্ছেদ” আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বইটি এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে পাঠকদের বেশ সাড়া পেয়েছি।
–এসবি/সানি