19 C
Dhaka
Monday, November 24, 2025

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে কিশোরীদের হাইজিন কিট বিতরণ কর্মসূচির উদ্বোধন

সখীপুরসখীপুরে কিশোরীদের হাইজিন কিট বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বিশ্ব ঋতুকালিন স্বাস্থ্য পরিচর্যা দিবস উপলক্ষে কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সখীপুর পৌরসভার সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ -এর অর্থায়নে রকিব নগর আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করেন। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভুইয়া, ওয়াটার এইড বাংলাদেশের প্রজেক্ট অফিসার সুমন কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে কারোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়।
একজন কিশোরী জানান, তিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ও দরিদ্র পরিবারের মেয়ে। তার পায়ে সমস্যা থাকার কারণে স্বাভাবিকভাবে হাটতে অক্ষম। এ করোনাকালীন সময়ে তার পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো না। এমতাবস্থায় তার পক্ষে স্যানিটারি ন্যাপকিন কিনে ব্যবহার করা সম্ভব ছিলো না।

 

এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles