নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো মিলনায়তনে প্রয়াত কৃতি ফুটবলার আব্দুছ ছবুরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন বিকেল ৪টায় এসএসসি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুল ওয়ারেছের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল এ
অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সংগঠনের সদস্য হাবিবুন নবী সোহেল, রাকিব তালুকদার, জাকির হোসেন রাজু, মানবিক তুহিন সিদ্দিকী, সাবেক ফুটবলার আব্দুর রহিম, মিজান মাস্টার প্রমুখ।
–বার্তা ডেস্ক