নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারের ‘কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় নয় শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান, পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব বীজ ও সার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাসাইল-সখীপুরের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিহন্তা বর্মন বক্তব্য রাখেন।
এসময় প্রিন্সিপাল আলীম মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, যাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তা, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা নিহন্তা বর্মন জানান, অনুষ্ঠানে উপজেলার মোট ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রোপা আমন, পেঁয়াজ বীজ ও সার প্রদান করা হয়।