নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বিকেলে উপজেলা ও পৌর কৃষক শ্রমিক জনতার লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সানোয়ার হোসেন মাস্টার সভাপতিত্ব করেন। আলোচনা সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব সবুর খান, পৌর সভাপতি আবু জাহিদ রিপন, উপজেলা কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর, করিম মাস্টার, দুলাল মাস্টার, আলমগীর সিদ্দিকী, আসলাম সিকদার নোবেল ,আবু সাইদ কুতুব, দেলোয়ার মাস্টার, যুবনেতা শহিদুল ইসলাম শাফি, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, প্রমুখ বক্তব্য দেন। বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরোত্তম পরিবারের সদস্যদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করার বিষয়টি ইতিবাচক বলে তুলে ধরেন। সৌজন্য সাক্ষাতের পর দলের স্থানীয় নেতাকর্মীরা অনেকটা উজ্জীবিত।
