নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। শুক্রবার উপজেলা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার লোক উপস্থিত হোন।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সিকদার, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুন্নবী সোহেল, দুলাল মাষ্টার, সানোয়ার হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, মানবিক তুহিন সিদ্দিকী, আবু জাহিদ রিপন প্রমুখ।