নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মুজিব স্মৃতি সংসদের আয়োজনে স্থানীয় এমপিকে গণ সংবর্ধনা ও মুজিব স্মৃতি মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কালিয়া ইউনিয়নের সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সংবর্ধনা ও মুজিব স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

মুজিব স্মৃতি সংসদের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম। এছাড়াও সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যা গবেষক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, অর্থ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব আমীন শরিফ সুপন, কালিয়া ইউপি চেয়ারম্যান এস এম কামরুল হাসান, যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, গজারিয়া ইউপি চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান মো. আনসার আলী আসিফ, কালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মো. জামাল মিয়া, কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদৎ শাহজাহান, সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস শাওন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ মেধাবৃত্তি হিসেবে তুলে দেন অতিথিরা।