নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গরুর শিংয়ের গুঁতোয় সালমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। সালমা ওই এলাকার রিপন সিকদারের স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, সালমা শখের বসে তার নিজ বাড়িতে গরু পালন করে। শুক্রবার সন্ধ্যায় তার পালন করা গরুকে ঘাস খেতে দেয়। ঘাস খাওয়ানোর এক পর্যায়ে ওই গরুটি শিং দিয়ে সালমাকে আঘাত করে। পরে সে আহত হয়। আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার উপ- পরিদর্শক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


