নিজস্ব প্রতিনিধি: সখীপুরে ছবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সখীপুর খেলোয়ার ফোরামকে ট্রাইব্রেকারে (১০-৯) গোলে হারিয়ে বেতুয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ বুধবার (২৩ আগস্ট) বিকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডে আনারকলি যুব সংঘের আয়োজনে আনারকলি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এসময় আনারকলি যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তারেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, ক্লাবের সাবেক সভাপতি আয়নাল হক খান, ছবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান শুভ, বর্তমান সভাপতি রাসেল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করে।