নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্তমান ও সাবেক কমিটি আলাদা কর্মসূচি পালন করেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হয়। গত ৩০ অক্টোবর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার পর এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ওই দ্বন্দ্ব থেকেই এবার ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলাদাভাবে পালন করেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ডাকবাংলো চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোখতার ফোয়ারা চত্বরে সমাবেশ করে। সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক রাসেল আল মামুন, যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ প্রান্ত, সাইফুল ইসলাম হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রিজভী সিকদার শান্ত প্রমুখ বক্তব্য দেন।
অন্যদিকে বিকেল ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা শোভাযাত্রা বের করে। পরে মোখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয়,আ.লীগ নেতা অধ্যক্ষ সাঈদ আজাদ, আতিকুর রহমান বুলবুল, জাহাঙ্গীর তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মির্জা শরীফ প্রমুখ বক্তব্য দেন।