নিজস্ব প্রতিবেদকঃ: গত শুক্রবার সখীপুর উপজেলা, শহর ও মুজিব কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত ছাত্রলীগের ওই তিনটি ইউনিটের কমিটি সংশোধনের তিনদিনের আল্টিমেটাম দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ আল্টিমেটাম দেওয়া হয় । সভায় আওয়ামীলীগের নেতাকর্মীরা দাবি করেন উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিতর্কিত রাসেল আল মামুনকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে। এছাড়া ওই কমিটির যুগ্মআহবায়ক যাদের করা হয়েছে তারাও বিতর্কিত। তাই ছাত্রলীগের কমিটি অনতিবিলম্বে সংশোধন হওয়া প্রয়োজন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় জানান, উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করে রাতের আঁধারে পকেট কমিটি ঘোষণা করায় ওই কমিটি প্রত্যাখ্যান করেছি। তিনদিনের মধ্যে এই কমিটির সংশোধন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করবে উপজেলা আওয়ামী লীগ।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান মুঠোফোনে বলেন, উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেই তাদের দাবি অনুযায়ী পূর্ণাঙ্গ যাচাইবাছাইয়ের পর কমিটি ঘোষণা করা হয়েছে। এখন নতুন করে কমিটির সংশোধনের সুযোগ নেই।