নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল দশটায় অধ্যক্ষ কার্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তালা ঝুলিয়ে দেওয়ার পর মুজিব কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর একই দাবিতে দুপুর বারোটায় সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রাকিবুল হাসান বিজয়। লিখিত বক্তব্যে খন্দকার রাকিবুল হাসান বিজয় বলেন, দীর্ঘ ১০ বছর ধরে মুজিব কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন করে আসছে। সর্বশেষ কলেজের অধ্যক্ষকে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিতে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। ১০ দিন পেরিয়ে গেলেও কোন সিদ্ধান্ত না নেওয়ায় কলেজের অধ্যক্ষের কার্যালয়সহ শ্রেণিকক্ষে তালা দেওয়া হয়। তিনি বলেন, এরপরও দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সীমান্ত সুমনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুমন সীমান্ত বলেন, সাড়ে বারোটা থেকে কলেজে অনার্স পরীক্ষা থাকায় বারোটার সময় তালা খুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক এমএ হাকিম বলেন, অধ্যক্ষ এক মাসের ছুটিতে রয়েছেন। অধ্যক্ষ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের মত বৃহৎ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তারপরও শিক্ষকদের সঙ্গে বিষয়টি নিয়ে রবিবার আলোচনা করা হবে।