নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির উপজেলা কমিটির আহ্বায়ককে প্রাণনাশের হুমকি দেওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির বহিস্কৃত নেতা আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কমিটির বহিস্কৃত নেতা কাজী আশরাফ সিদ্দিকী মুঠোফোনে উপজেলা কমিটির আহ্বায়ক আবদুস সামাদ সিকদারকে হাত-পা ভেঙে ফেলার এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার হুমকি দেন। ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপ্রতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যু দিবস পালনকে কেন্দ্র করে এ হুমকি দেন বলে জানা গেছে। এ ঘটনায় সামাদ শিকদার ওই দিনই সখীপুর থানায় কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

জাতীয় পার্টির সখীপুর উপজেলা শাখার আহবায়ক আবদুস সামাদ সিকদার বলেন, ১৪ জুলাই বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপ্রতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যু দিবস পালনকে কেন্দ্র করে আমার মুঠোফোনে কাজী আশরাফ সিদ্দিকী প্রাণনাশের হুমকি দেন। পরে আমি তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব এডভোকেট আবদুস সালাম চাকলাদার মামলার বিষয়ে অবগত হয়েছেন স্বীকার করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেড় বছর আগেই কাজী আশরাফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সখীপুর থানা ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন লিখিত অভিযাগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
–বার্তা ডেস্ক: