নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় স্থানীয় হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেলিম আল মামুন, উপজেলা এনসিপির আহ্বায়ক ফরিদ আহমেদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল আমিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঞা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ।
