নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (TWA) ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, সখীপুর শাখার সভাপতি রতন কুমার রায়ের সভাপতিত্বে ও সম্পাদক নির্মল চন্দ্র কোচের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. আহমেদ আযম খান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ মধুপুর শাখার সভাপতি মি: ইউজিন নকরেক, সম্পাদক এডভোকেট জন যেত্রা, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মুহাম্মদ সবুর রেজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , সাজ্জাত লতিফ সহ আরো অনেকে।
