নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর দাহ্য পদার্থ (থিনার)ভর্তি ড্রাম বিস্ফোরণে ইয়াকুব হোসেন রাজু (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। শনিবার বিকেলে পৌরসভার এতিমখানা রোডে এ ঘটনা ঘটে। ইয়াকুব উপজেলার বগা প্রতিমা গ্রামের তাহের আলীর ছেলে এবং রাজু এসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারি। এ ঘটনায় আহতরা হলেন সবুজ মিয়া(২৬) পৌরসভার ৬নং ওয়ার্ডের জসীম উদ্দিনের ছেলে আতিকুল হক(৪০) এবং ফুলবাড়িয়া উপজেলার দুলাল হোসেনের ছেলে আলামিন (১৮)। আহতদের উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি হার্ডওয়ার দোকানের দাহ্য পদার্থের ভর্তি ড্রামের মুখ আটকে যাওয়ায় বিক্রি বন্ধ হয়ে যায়। পরে ওই দোকানের মালিক আতিকুল ও তাঁর দোকানের কর্মচারি আতিকুল হক দাহ্য পদার্থ (থিনার) ভর্তি ড্রামের আটকে যাওয়া মুখ খুলতে ড্রাম নিয়ে এতিমখানা রোডের এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যান। ওই ড্রামের আটকে যাওয়া মুখ খোলার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এ সময় ওই ওয়ার্কশপের কর্মচারি ইয়াকুব হোসেন রাজু ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরিত ড্রামটি প্রায় ৫০ গজ দূরে গিয়ে পড়ে। এতে ওদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে।
সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবা শবনম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এস এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ও প্রত্যক্ষদর্শী মামুন বলেন, ড্রামের মুখা খোলার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই আমার দোকানের কর্মচারি রাজু নিহত হন।
সখীপুর থানার উপ- পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
