নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে শিকার শ্যালিকা বর্তমানে আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাই জাহিদ হাসান (৩৮) উপজেলার কাকড়াজান ইউনিয়নে ছোটচওনা গ্রামের নবাব আলীর ছেলে। শ্যালিকা (১৮) অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর প্রকাশের পর থেকেই দুলাভাই জাহিদ হাসান পলাতক রয়েছেন।

স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, প্রায় ১০-১২ বছর আগে ভিকটিমের বড় বোনের সাথে জাহিদের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে।
বিয়ের কয়েকবছর পরেই শ্যালিকার সাথে জাহিদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে তাকে নিয়মিত ধর্ষণ করতে থাকে। ধর্ষণের কথা কারও কাছে প্রকাশ করলে মেরে ফেলবে বলেও সে হুমকি দেয়।
ঘটনার পর শারীরিক অবস্থা পরিবর্তন হলে মেডিকেল চেকআপ করালে আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন ভিকটিমের পরিবার।
ওই নারীর বাবা জানান, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে বড় মেয়ের জামাই ছোট মেয়েটার সর্বনাশ করেছে।ঘটনার পর থেকে আমরা অসহায় হয়ে পড়েছি। অনেকেই মেয়ের পেটের বাচ্চা মেরে ফেলতে বলছে। এখন কি করব বুঝে উঠতে পারছি না।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, বিষয়টি আমি উড়ু উড়ি ভাবে শুনেছি। ওই মেয়ের পক্ষ আমাকে কিছু জানায়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় অভিযোগ পাইনি। ভিকটিম লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।