নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার আন্দি গ্রামের পূর্বপাড়া এলাকার ওয়াসিম মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ওয়াসিম পালিয়ে যান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জরুল মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে মাদক ব্যবসায়ী ওয়াসিমকে না পাওয়ায় নিয়মিত মামলা দেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জরুল মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আমাদের উপস্থিতি বুঝতে পেরে ওই গাঁজা ব্যবসায়ী পালিয়ে গেছে। ফরে ওই গাঁজা ব্যবসায়ীর নামে মাদক আইনে মামলা দেওয়ার জন্য সখীপুর থানার পুলিশকে বলা দেওয়া হয়েছে।