নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সখীপুর থানা বিট পুলিশিং উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার তিনটিসহ ১১টি স্থানে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মুখতার ফোয়ারা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে পৌরসভা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সখীপুর থানার অফিসার্স ইন-চার্জ আমির হোসেন সভাপতিত্ব করেন। শোভাযাত্রা ও সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কমিউনিটি পুলিশিয়ের সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.শহীদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, স্থানীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, কাউন্সিলর আরজিনা প্রমুখ বক্তব্য দেন। এসময় ওসি তদন্ত লুৎফুল কবীর, সেকেন্ড অফিসার মো.বদিউজ্জামান, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক কাউন্সিলর আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
