নিজস্ব প্রতিবেদকঃ গীতি কবি শিল্পী সংসদ সখীপুরের আয়োজনে নজরুল উৎসব পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে নজরুল উৎসবের উদ্ধোধন করেন টাঙ্গাইল ০৮ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর। দিনব্যাপী বর্ণিলময় র ্যালি, আলোচনা সভা, নজরুল গীতিনৃত্যালেখ্য, নজরুলসংগীতের বিশেষ অনুষ্ঠান, নজরুল কে নিয়ে নিবেদিত কবিতা পাঠের মাধ্যমে নজরুল উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গীতি কবি শিল্পী সংসদের উপদেষ্টা শাকিল আনোয়ার। অনুষ্ঠানে ঢাকা টাঙ্গাইল থেকে অাগত সংস্কৃতিকর্মী, শিল্পীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
