27.9 C
Dhaka
Sunday, August 17, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে নবগ‌ঠিত ২ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

জাতীয়সখীপুরে নবগ‌ঠিত ২ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি নিয়োগপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সোমবার বিকেলে ওই পত্র দু‌টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

নবগঠিত বড়চওনা ইউনিয়ন পরিষদে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোরাদ হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হযরত আলী ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বড়চওনা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

অন্যদিকে নবগঠিত হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা। এ ছাড়াও এই ইউনিয়নে সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর আলম, উপজেলার দরিদ্র বিমোচন কর্মকর্তা মো. আমীর আলী, উপসহকারী প্রকৌশলী (বিএডিসি) মো. রুবেল মিয়া ও এলজিইডির সার্ভেয়ার মো. ফরমান আলী।

ওই পত্র দুটিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্য হিসেবে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১৮(১) ধারা মোতাবেক ১২০ দিনের অধিক সময় দায়িত্বে থাকতে পারবেন না। কোন দৈব-দূর্বিপাকের কারণে এই আইনের বিধান মোতাবেক নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে  বিস্তারিত কারণ উল্লেখসহ মেয়াদ বৃদ্ধির জন্য পত্র পাঠাতে হবে। এ ছাড়া উক্ত সময় সীমার মধ্যেই উল্লেখিত ইউনিয়ন পরিষদ দুটির নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে উপ‌জেলার ৫নং হাতিবান্ধা ইউনিয়নকে দ্বিখন্ডিত করে ৫নং হাতিবান্ধা ও ৯নং হতেয়া-রাজাবাড়ি ইউ‌নিয়ন গঠন করা হয়। অন্য‌দি‌কে ৬নং কালিয়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে ৬নং কালিয়া ও ১০ নং বড়চওনা ইউনিয়ন গঠন করা হয়। গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষ‌য়ে গেজেট প্রকাশ করে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles