নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সেলিম আল মামুন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ডিঅমস্ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে।
–এসবি/সানি