34 C
Dhaka
Monday, August 18, 2025

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ...

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা (২৫)...

সখীপুরে ছেলের চোখের সামনে মাকে হত্যা করে পালিয়েছে বাবা

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে ছেলের চোখের সামনে...

সখীপুরে “নিরাপদ সবজি গ্রাম”

অন্যান্যকৃষিসখীপুরে "নিরাপদ সবজি গ্রাম"

ইসমাইল হোসেনঃ বিষমুক্ত শাকসবজি খাওয়ানোর সংকল্পে একজোট হয়েছেন এক গ্রামের সব কৃষক। শীত মৌসুম থেকে সম্পূর্ণ পরিবেশবান্ধব, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই সবজি আবাদ করছেন তারা। এ কারণে এলাকারটির নাম এখন “নিরাপদ সবজি গ্রাম”। এই কৃষকেরা সবাই টাঙ্গাইলের সখীপুর উপজেলার ছোট মৌশা গ্রামের বাসিন্দা। প্রায় ৩০ জন কৃষক ওই এলাকার বংশী পাড়া গ্রামে তাদের জমিতে চাষ করছেন বিষমুক্ত শাকসবজি।

সরেজমিনে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ওই গ্রামের জমিগুলোতে চাষ হচ্ছে বিষমুক্ত নানারকম সবজি। বর্তমানে জমিতে রয়েছে শিম, বাঁধাকপি, লালশাক, মিষ্টিকুমড়া, লাউ, মুলা, বেগুন ইত্যাদি।

ওই গ্রামের কৃষক সোহেল রানা বলেন, আগে আমরা জমিতে রাসায়নিক সার ও কীটনাশক স্প্রে করতাম। তবে জানতাম না এসব ফসল বিষাক্ত। এগুলো খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। স্থানীয় কৃষি বিভাগের কাছ থেকে জানতে পারি, রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগে জমির ফসল বিষে পরিণত হয় এবং মাটি উর্বরতাশক্তি হারিয়ে ফেলে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে আর বিষ খাওয়াব না। বর্তমানে আমাদের গ্রামের সবাই নিরাপদ সবজি আবাদে সংকল্পবদ্ধ হয়েছেন বলেও তিনি জানান।

কৃষাণী সালমা বেগম, হেমন্ত, সুশান্তসহ ওই এলাকার একাধিক কৃষকেরা জানান, কপি, বেগুন, লালশাক, মিষ্টিকুমড়া জাতীয় সবজি বিষমুক্ত চাষ হয়। কারণ বিষ প্রয়োগ করলে সবার ক্ষতি। বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য আমরা যাতে উৎপাদন করতে পারি, সে চেষ্টা করছি। যাতে বাংলাদেশের মানুষ নিরাপদ সবজি খেতে পারে।
উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মতিউর রহমান জানান, নিরাপদ কৃষি গ্রাম হচ্ছে একটি পরীক্ষামূলক কার্যক্রম। প্রকৃতপক্ষে কৃষিকে বিষমুক্ত করতেই এই উদ্যোগ। এতে ওই এলাকার কৃষকসহ উপজেলার কৃষকদের প্রচুর সাড়া মিলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি গ্রামকে নিরাপদ সবজি গ্রাম হিসেবে চিহ্নিত করাসহ একটি গ্রামকে নিরাপদ ফল গ্রাম হিসেবে ঘোষণা করতে বলা হয়েছে। যার মধ্যে ছোট মৌশা বংশী পাড়া একটি নিরাপদ সবজি গ্রাম রয়েছে। বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষক গ্রুপ, উঠান বৈঠকসহ হাতে-কলমে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন। এই বিষমুক্ত ফসল উৎপাদন পদ্ধতি কৃষকদের আকৃষ্ট করেছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles