সখীপুরে পল্লী মঙ্গল কর্মসূচী’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ 

0
159

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যগে প্রায় ৭শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও  ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রতিষ্ঠানটির পৌর শহরের ক্যাপ্টেন মোড়  কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে ডেপুটি চিপ এক্সিকিউটিভ (পিএমকে) দেওয়ান ফয়সাল, পিএমকে হাসাপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিফ এডভাইজার ডা.কাজী সুদীপ্তা কবির, প্রোগ্রাম ম্যানেজার ওহেদুল ইসলাম, ইনচার্জ (স্বাস্থ্য) ডা.খায়রুল বাশার, ব্রাঞ্চ ম্যানেজার উজ্জ্বল কর্মকারসহ  প্রতিষ্ঠানটির  অন্যান্য  কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার ওহেদুল ইসলাম বলেন, পল্লী মঙ্গল  কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে  বিভিন্ন  সময়ে বিনা পয়সায়  চিকিৎসা সেবা, চক্ষু চিকিৎসা ও ত্রাণ  বিতরণ  করা হয় । সারাদেশে দেড় শতাধিক  শাখায় বিন্যামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে।  তিনি আরো বলেন, পিএমকে একটি সামাজিক প্রতিষ্ঠান। আমরা সমাজের ইতিবাচক দিক নিয়ে কাজ করি। এর আগেও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে করোনাকালে ত্রাণ সহায়তা করেছি। আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।