নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বিষাক্ত গোখাদ্যের
পাঁটি তোলার দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেল ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম আদালত পরিচালনা করেন। এ সময় রোজা এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলামের প্রায় দুই টন বিষাক্ত তুলা পুড়িয়ে দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, পৌরসভার জামতলা এলাকায় রোজা এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিষাক্ত গোখাদ্য বিক্রি করে আসছিল। সে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মৃত আবদুল গনির ছেলে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাছির বলেন, তোলা অখাদ্য এবং বিষাক্ত। এটি খেলে খাদ্যে বিষক্রিয়ায় পশু মারা যেতে পারে। যা মানবদেহের জন্যও মারাত্মক ক্ষতিকর। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, পশুর বিষাক্ত খাদ্যের পাঁচটি তুলার দোকান সিলগালা করা হয়েছে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই টন তুলা পড়ানো হয়েছে।
