সখীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ৪ হাজার ৪০০ পরিবার
সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুর উপজেলার ৪ হাজার ৪০০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪ হাজার ৪০০ পরিবারের জন্য ২২ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে ৫০০টাকা। উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, করোনা মোকাবেলা ও রমজান উপলক্ষে অসহায় দরিদ্র ৪ হাজার ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
