নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার ৪ হাজার ৪০০ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাচ্ছেন। শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ হাজার ৪০০ পরিবারের জন্য ২২ লাখ টাকা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ৫০০টাকা করে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, করোনা মোকাবেলা ও রমজান উপলক্ষে অসহায় দরিদ্র ৪ হাজার ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
–এসবি/সানি