নিজস্ব প্রতিবেদক: সখীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা আ.লীগের আয়োজনে এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলটির দলীয় কার্যলয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক রহিজ উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। এসময় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।


