নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার সৃষ্টিসংঘ মাঠে ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। খেলায় সখীপুর প্রেসক্লাব একাদশ বনাম ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতি একাদশ অংশগ্রহণ করে। এতে সখীপুর প্রেসক্লাব একাদশ ২-১ গোলে বিজয়ী হয়। যৌথভাবে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় প্রেসক্লাব একাদশের খেলোয়ার সাইফুল ইসলাম সানি ও সোহেল রজত। পরে অতিথিরা খেলোয়ারদের হাতে ট্রফি ও সৌজন্য উপহার তুলে দেন।


এ সময় ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সভাপতি সরোয়ার পারভেজের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আনসার ভিডিপির পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ঢাকা সেনানিবাসের প্রথম শ্রেণির ঠিকাদার নাছির উদ্দিন আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার বলেন, একে অপরের মধ্যে পরিচিতি ও আন্তরিকতা বাড়াতে এ ধরনের ফুটবল খেলা মাঝে মধ্যেই হওয়া প্রয়োজন।
–বার্তা ডেস্ক