নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ফুটবল বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন ধরে কালিয়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান ব্যাক্তি উদ্যোগে ওই ইউনিয়নের বিভিন্ন ক্লাব ও স্কুল এবং কলেজে ফুটবল বিতরণ করেন। ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, যুব সমাজকে সন্ত্রাস নৈরাজ্য ও সর্বনাশা মাদকের হাত থেকে রক্ষার জন্য শিক্ষার পাশাপাশি খেলার মাঠে আসার কোনো বিকল্প নেই। এজন্য আমার পক্ষ থেকে ফুটবল বিতরণ কর হয়েছে।
এ সময় তিনি নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। রোববার সকালে বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কালে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, অধ্যক্ষ এম এ রউফ, জেলার (বিসিআইসি) সহ-সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, বড়চওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া, প্রধান শিক্ষিকা কামরুন নাহার, সহকারি শিক্ষক আতিকুর রহমান সমীর, আলহাজ্ব আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
