নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি প্রাপ্তির ৫০ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রিন্সিপাল আলীম মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এম ও গণি, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। এসময় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
