নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) কাকরাজান ইউনিয়ন পরিষদ একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি মুজিব কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পৌরসভা একাদশকে (১-০) গোলে হারিয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদ একাদশ পরিষদ চ্যাম্পিয়ন হয়। উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেবিএম রুহুল আমিন, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১১টি দল অংশ নেয়।
