নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনীর ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) দিনটি উপলক্ষে শিক্ষার্থীদের স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে।

জানা যায়, বাফওয়া’র সভানেত্রী তাহমিদা হান্নানের সুচিন্তিত দিক নির্দেশনায় “সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
পরে বাফওয়া-এর আঞ্চলিক শাখার সভানেত্রী কানিজ আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব -এর ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাফওয়া’র পাহাড়কাঞ্চনপুর শাখার সহসভানেত্রী, কার্যকরী কমিটির সদস্য, বিএএফ শাহীন কলেজেরর অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।