নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, তথ্য আপা প্রকল্প ও জাতীয় মহিলা সংস্থার আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন, ইউ আর সি হেলেনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার প্রমুখ বক্তব্য দেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহান বিথী, সহকারী প্রোগ্রামার জান্নাতুল নাঈমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
