নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সখীপুর উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম সভাপতিত্ব করেন। ইউএনও ফারজানা আলম দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এসময় উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ভাইস-চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, জাহানারা লুৎফা,ইউএইচএফপিও রুহুল আমীন, সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সমাজসেবা কর্মকর্তা ও কালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মনসুর আহমেদ, একাডেমিক সুপারভাইজার ও বড়চওনা ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহকারে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলশোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের পর দশদিনব্যাপী বাঙালি সংস্কৃতি বিষয়ক মেলা অনুষ্ঠিত হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
