নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত রাকিবের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত রাকিব (২৫) উপজেলার বগা প্রতিমা গ্রামের দিনমজুর রতন খানের ছেলে।

পরিবার ও স্থানীয় জানায়, গত শুক্রবার উপজেলার বগার বাইদ এলাকার হাম চালা গ্রামে একটি বাউল গানের আয়োজন করা হয়। প্রতিবেশী বন্ধুদের সাথে বাউল গান শুনতে জান রাকিব। একপর্যায়ে দাঁড়ালো দেশীয় অস্ত্র নিয়ে রাকিবকে পিছন থেকে এলোপাথাড়ি কোপাতে থাকে শাহীন। রাকিবের চিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন ও তার বন্ধুদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বখাটে শাহীন হাম চালার খলিল মিয়ার ছেলে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশঙ্কজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত রাকিবের বাবা রতন খান বলেন, আমার ছেলে আমার সংসার চালায়। সে বাউল গান শুনতে গিয়েছিল। শাহিন আমার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। পকেটে যে টাকা পয়সা ছিল সব ছিনিয়ে নিয়েছে। প্রশাসনের কাছে বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত শাহীন পলাতক থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, একটি ছেলেকে ছুরি দিয়ে আঘাত করেছে শুনেছি। ছেলেটি টাঙ্গাইল চিকিৎসাধীন আছেন।
অভিযোগ তদন্তকারী এএসআই নূর আহাদ বলেন, অভিযোগ পেয়েছি আসামি পক্ষ পলাতক। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।