নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাকদহ এলাকার বংশাই নদী থেকে বালু ব্যবসায়ী মাহাবুব দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইটি ড্রেজার মোশিন ও এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। মাহবুব উপজেলার নলুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী হাকিম হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে ব্যবসায়ী মাহবুব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


